হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন সংগঠনের বিভিন্ন থানা ও জেলা নেতা, মাদরাসার অধ্যক্ষ, ইমাম-খতিব, ...

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন সংগঠনের বিভিন্ন থানা ও জেলা নেতা, মাদরাসার অধ্যক্ষ, ইমাম-খতিব, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিত্সক, আইনজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিরা। রোববার বিকালে হাটহাজারী অস্থায়ী কার্যালয়ে এই সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্ট ব্যক্তিরা আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।
উপস্থিত বিশিষ্টজন এবং দেশবাসীর উদ্দেশে আমিরে হেফাজত আল্লামা শফী বলেন, প্রতিটি মাদরাসা, মসজিদ ও মহল্লায় খতমে কোরআন, খতমে বুখারি, খতমে জালালিসহ গুরুত্বপূর্ণ দোয়াগুলো নিয়মিত আমল করুন। নবীপ্রেমিক সর্বস্তরের মুসলমানরা আল্লাহর দরবারে নবীর দুশমনদের ব্যাপারে খোদায়ী ফায়সালার জন্য ফরিয়াদ করতে থাকুন। মহিলারা রোজা রাখুন, বেশি বেশি নামাজ ও ইবাদত বন্দেগীর পরে কান্নাকাটি করে আল্লাহর দরবারে নবীপ্রেমিক জনতার ১৩ দফা দাবি আদায়ের গণআন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য দোয়া করুন।
এত মজলুমের জীবন, রক্ত ও অশ্রু বিফলে যাবে না ইনশাআল্লাহ। আমাদের বিজয় সন্নিকটে। মহান ঈমানদারদের কোনো অবস্থাতেই হতাশাগ্রস্ত হতে বারণ করেছেন।
উপস্থিত বিশিষ্টজনরা মন্তব্য করেন, যারা আজ শাপলা চত্বরের হতাহতের সংখ্যা নিয়ে কূটতর্কে লিপ্ত হয়েছেন তাদের উচিত এই বিতর্ক বন্ধ করা। এই বর্বরতাকে সংখ্যা দিয়ে নয়; মানুষের প্রতি এরূপ নৃশংস আচরণ মানবিক দৃষ্টিকোণেই বিচার্য। যারা জনগণের জানমাল ও ইজ্জত আব্রুকে পদদলিত করতে পারে তারাই এ বিতর্ক জিইয়ে রেখে নবীপ্রেমিক জনতার আন্দোলনকে স্তিমিত করার অপচেষ্টা চালাচ্ছে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মাওলানা শামসুল আলম, মাওলানা মুফতি জসিমুদ্দিন, মাওলানা ফোরকান আহমদ, আজাদী বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আনাস মাদানী, মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়্যব, মাওলানা শফিউল আলম, মাওলানা জুনাইদ প্রমুখ।
COMMENTS