এক বিদেশী বোনের লেখা _ব্লগ থেকে_ স্কুলে আমাদের ক্লাসে আমিই একমাত্র মুসলিম। তাই আমার ক্লাসমেটরা সবসময় আমাকে বলে তুমি কেন হিজাব করো...

এক বিদেশী বোনের লেখা
_ব্লগ থেকে_
স্কুলে আমাদের ক্লাসে আমিই একমাত্র মুসলিম। তাই আমার ক্লাসমেটরা সবসময় আমাকে বলে তুমি কেন হিজাব করো? টিচাররা বলেন যে তুমি তো অনেক ছোট এখন তো মাথা না ঢাকলেও পারো। তোমাকে কি তোমার বাবা-মা জোর করে হিজাব পড়তে বাধ্য করেছেন? সবাইকে আমি বলি হিজাব করি কারণ আমি মুসলিম আর হিজাব আমার স্পেশ্যালিটি। আমি বাবা-মার জন্য হিজাব করি না।আমি হিজাব করি কারণ আল্লাহ রাব্বুল আলামীন মুসলিম মেয়েদেরকে পর্দা করে চলতে বলেছেন।
আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করেছিলো তোমার মন খারাপ হয় না হিজাব করতে? তুমি তো আমাদের মতো সুন্দর করে চুল বাঁধতে পারো না। জবাবে বলেছি কে বলেছে আমি তোমাদের মতো চুল বাঁধতে পারি না?আমি বাসায় সবকিছুই করতে পারি। আমি সুন্দর করে চুল বাঁধি, সুন্দর সুন্দর ড্রেস পড়ি, মামণি আমাকে সাজিয়ে দেন। বাইরে করার দরকার কি? বাইরে এসব করলে আমিও তো অন্য সবার মতো হয়ে যাবো। কেউ আর আমাকে স্পেশ্যালি চিনবে না। স্পেশ্যাল সম্মানও দেবে না।
আমি যখন বাইরে যাই আর দেশী কোন আঙ্কেল-অ্যান্টির সাথে দেখা হয়।উনারা অবাক হয়ে বলেন তুমি এখন থেকেই হিজাব করা শুরু করেছো? উনারা অনেক খুশি হন আর আমাকে অনেক অনেক দোয়া করে দেন। স্কুল থেকে যখন পিকনিকে যাই টিচাররা খাবার দেবার সময় আমার হিজাব দেখেবলেন, ওহ তুমি তো পোক বা ই-কোড যুক্ত খাবার খাবে না। ঠিকআছে তোমার জন্য অন্য খাবার আনছি। যদিআমি হিজাব না করতাম তাহলে আমাকেইবারবার টিচারদের মনে করিয়ে দিতে হতো আমার পরিচয়।
যখন থেকে আমি হিজাব করি নিজেকে ভীষণ স্পেশ্যাল মনেহয়। সবাইও আমাকে অনেক স্পেশ্যালি দেখে। কিন্তু আমি মানুষকে খুশি করার জন্য হিজাব করি না। আমি হিজাব করি কারণ এটা আল্লাহর নির্দেশ আরএতে আল্লাহ খুশি হবেন। বাবা বলেছেন মানুষকে খুশি করার জন্য কখনো কিছু না করতে, সবকিছু আল্লাহর খুশির জন্য করতে। আর মানুষের চেয়ে আল্লাহকে খুশি করা অনেক বেশি সহজ।
COMMENTS